|
---|
রেজাউল করিম, মোথাবাড়ি, নতুন গতি : কালিয়াচক-২ ব্লকের হামিদপুরে ” তোফি হামিদপুর ক্লাব” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো দিবারাত্রি শর্টপিচ ক্রকেট প্রতিযোগিতা । তোফি মাঠে আয়োজিত এই ক্রীড়া উৎসব এবছর চতুর্থ বছরে পদার্পণ করলো। মালদা ও পার্শ্ববর্তী জেলা থেকে মোট ৩০ টি দল অংশগ্রহন করে। ব্যাটে বল মেরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াচক –২ পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, উপস্থিত ছিলেন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আসাদুল আহমেদ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, যুব সভাপতি জাকির হোসেন, স্থানীয় প্রবীন নেতা মেরাতুল ইসলাম, পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম, ক্লাব সম্পাদক সাদ্দাম হোসেন, সভাপতি মাহাবুব আলম, হায়দার আলি সহ এলাকার বহু বিশিষ্টব্যাক্তিবর্গ। রবিবার রাতে ফাইনালে যদুপুর জগদিশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে কালিয়াচকের চাঁদপুর জয় হো ক্লাব। । চ্যম্পিয়ন দলকে একটি বড় ট্রফি সহ নগদ ৭০০০ টাকা, ও রানার্স দলকে ৪ হাজার টাকাও একটি ট্রফি তুলে দেন উদ্যোগতারা। ম্যান অব দি ম্যাচ হন সৌরভ ঘোষ, সিরিজ হন সামিউল সেখ। ক্রীড়ানুষ্ঠানে সঞ্চালনা ও ধারাভাষ্য দেন যুবনেতা তথা সমাজকর্মী হায়দার আলি।
নৈশ ক্রীড়ার আয়োজন করে চমক দিয়েছে গঙ্গার পাড়ের একদল যুবক। তারা এলাকায় গড়ে তুলেছে ” তোফি হামিদপুর ” নামাঙ্কিত ক্লাব। এই ক্লাবের প্রায় সকলেই তরুন- যুবা। বয়স বলতে গেলে সকলেই ১৯ থেকে ৩০ মধ্যে। সমাজকর্মী হায়দার আলি, রফিকুল ইসলাম,উমার ফারুক, সাদ্দাম হোসেন, মাহাবুব আলম, মহসিন , সেলিম সহ প্রায় ৫০ জন যুবশক্তি নিয়ে ক্লাবের পরিবার। উৎসাহ উদ্দিপনার কারো মধ্যে উদ্যোগের এতটুকু খামতি ছিলনা জানান দর্শকরা। ডে- নাইট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে প্রত্যন্ত গ্রামের গঙ্গার পাড়ের এই মাঠটি সেজে উঠেছে। মাঠটি যেন ইডেন গার্ডেনের রূপ পেয়েছে মন্তব্য করে উপস্থিত অতিথিবর্গরা উদ্যোগতাদের ভূয়শী প্রশংসা করেন। এহেন মাঠে এই নৈশ ক্রিকেট ঘিরে মানূষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।