|
---|
রেজাউল করিম, নতুন গতি : নর্থ বে্ঙ্গল ফুটবল ক্লাবের পরিচালনায় ও কালিয়াচক-১ গ্রামপঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাজোল সাঁওতাল বয়েজ ক্লাব। রানার্স নর্থবেঙ্গল ফুটবল ক্লাব। বুধবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। মোট ৮টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন, রানার্স ছাড়াও ছিল রাণীগঞ্জ লোকনাথ স্মৃতি সঙ্ঘ, বৈষ্ণবনগর মির্জাচক সমাজ কল্যাণ সমিতি, মুর্শিদাবাদের ছাপকাঠি অ্যাথলেটিক ক্লাব, উত্তর লক্ষ্মীপুর বাদল স্মৃতি সঙ্ঘ, শিমূলতলা বিটিএফ আকাদেমি ও ঝাড়খন্ডের তালখোলা যুগ মার্শাল। রবিবার কালিয়াচক হাই স্কুলের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ১-০ গোলে কালিয়াচক কে হারায় গাজোল। টানটান উত্তেজনার মধ্যে খেলা শেষ হয় । ম্যাচের জয় সূচক গোলটি জয়ী দলের বিশু মুর্মু । ফুটবল খেলা দেখতে মাঠে দর্শকের ঢল নামে। মাঠে হাজির ছিলেন কালিয়াচক থানার আই সি সুমন চ্যাটার্জি, বিডিও সন্দীপ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, কালিয়াচক -১ অঞ্চলের প্রধান আমিরুদ্দিন সেখ, ক্রিড়াবিদ কল্লোল রায়, দিবস সিনহা, এনারুল হক সহ ক্লাবের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে তিন প্রবীন খেলোয়াড় অরুপ সিনহা, দুলাল দাস, সন্টু দাসকে মানপত্র ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অন্যতম উদ্যোক্তা তথা কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিরুদ্দিন সেখ ও ক্রিড়াবিদ কল্লোল রায় জানান,‘প্রবল উত্তেজনার মধ্যে শেষ হয় এদিনের খেলা। এই ক’দিন আমরা সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম। সত্যি খেলার মতো আনন্দ আর কিছুতেই নেই। আমরা এই প্রতিযোগিতা চালিয়ে যেতে চাই।’ চ্যাম্পিয়ন দলে হাতে ট্রফি-সহ তুলে দেওয়া হয় ৮ হাজার টাকা । রানার্সের হাতে ট্রফি-সহ তুলে দেওয়া হয় ৬ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা গোলদাতা হন বিশ্বনাথ টুডু। ম্যাচের সেরা হন জয়ী দলের রিমেল টুডু এবং প্রতিযো্গিতার সেরা হন সুমন সোরেন।