|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ কুমারেশ চ্যাটাজীর কর্মজীবন পরিসম্পাতি উপলক্ষে বিদায় সম্বধনা করা হল মঙ্গলবার। গলসি মহাবিদ্যালয়ের শুরু থেকে আজ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর তিনি অধ্যোক্ষ ছিলেন। তাকে বিদায় সম্মান জানাতে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে কলেজ পড়ুয়ারা। প্রাক্তন কলেজ পড়ুয়া সেখ ইদলের উদ্দ্যোগে এদিন কলেজের পুড়য়ারা তাকে একটি কবিতার স্মারক দিয়ে সম্মানিত করেন। তাছাড়াও কলেজে অধ্যাপক ও অধ্যাপিকারাও তাকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন। বিদায়ের দিনই কলেজে একটি কম্পিউটার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। যেটিতে ১৬ টি কম্পিউটার দিয়ে সাহায্য করেছে ভদ্রেশ্বর এগ্রো প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারী সংস্থা। আজ ফিতে কেটে সেন্টারটির শুভ উদ্বোধন করেন সংস্থার কর্নাধার সনৎ নন্দী। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ওসি দীপঙ্কর সরকার, বিশিষ্ট শিল্পপতি সনৎ নন্দী, শিল্পপতি পার্থ নন্দী, বংশী বদন সাম, সেখ রজব আলী, মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পার্থ সারথি মন্ডল, সহ মহাবিদ্যালয়ের সকল অধ্যাপক-অধ্যাপিকা এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ। অধ্যাপক কুমারেশ চ্যাটার্জ্জী বিদায়ের পরই কলেজকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।