কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে বাইক মিছিল তৃণমূল যুব কংগ্রেসের

কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে বাইক মিছিল তৃণমূল যুব কংগ্রেসের

     

     

    অতনু ঘোষ, পূর্ব বর্ধমান : কেন্দ্রীয় কৃষি বিল ও একাধিক জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে এবং একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাইক মিছিল কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নম্বর ব্লকে। এর আগেও মেমারি ১নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সর্বনাশা কৃষক বিলের বিরুদ্ধে পথে নেমেছিল।

     

    মেমারি ১ নং ব্লকের অন্তর্গত নুদিপুর থেকে রসুলপুর পর্যন্ত, প্রায় ২০০০ বাইক নিয়ে মহা মিছিল হয় মেমারি ১নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের।

     

    মূলত মেমারি ১নম্বর ব্লক তৃণমূল যুব তৃনমূলের উদ্যোগে আয়োজিত হয় এই বাইক মিছিল। এই বাইক মিছিল থেকে কেন্দ্র সরকারের কৃষি বিল ও একাধিক জনবিরোধী বিলের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।

     

    এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি ১নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি জিতেন্দ্র সিং, সহ-সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ সহ অন্যান্য অঞ্চলের নেতৃত্ব বৃন্দ। এই মিছিলে প্রায় ২০০০ বাইক সহ মোট ৪০০০ যুবকর্মী সমর্থক অংশগ্রহণ করে বলে জানান তৃণমূল নেতৃত্ব।

     

    উল্লেখ্য কিছুদিন আগেই যুব তৃণমূলের জেলা কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেমারি ১নম্বর ব্লকের দাপুটে যুব তৃণমূল নেতা নিত্যানন্দ ব্যানার্জি ও ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন জিতেন্দ্র সিং। নিজেদের প্রিয় নেতা আরোও বড় দায়িত্ব পাওয়ায় যে খুব খুশি মেমারি ১নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা তা আজকের বাইক মিছিল থেকে প্রমাণিত। এই বাইক মিছিল থেকে কৃষি বিল সহ বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে যুব তৃণমূল নেতৃত্ব। যেভাবে প্রখর রোদের মধ্যে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে যুবরা মিছিল করে এলো তাই তাদের ধন্যবাদ জানালেন জিতেন্দ্র সিং এবং আগামী বিধানসভা নির্বাচনে যুব তৃণমূল সবথেকে বড় ভূমিকা নেবে বলে জানান।