|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, কেশপুর: করোনা আবহে মুগবসান মুক্ত মঞ্চের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার বিকেলে। সেই সঙ্গে করোনাকালে যারা সামনে থেকে করোনা কে প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছিলেন সেই করোনা যোদ্ধা যেমন পুলিশ কর্মী, আশা কর্মী, সিভিক, সাংবাদিক, ভি আর পি সহ অন্যান্য করোনা যোদ্ধাদের এদিন স্মারক, ফুলের তোড়া, মানপত্র উত্তরীয় দিয়ে মুক্ত মঞ্চের তরফ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।এছাড়াও করোনা জয়ী বীরদের সম্বর্ধনা প্রদান করা হয়। আজকের রক্তদান শিবিরে ০২ জন মহিলা সহ ৩৩ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন চক্ষু শিবিরে ২৬৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৭ জন রোগীর চক্ষু অপারেশান করা হবে। এছাড়াও এদিন শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মঞ্চের সভাপতি সিরাজ চৌধুরী।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা আলী আকবর খান, কেশপুর তৃণমূল যুব সভাপতি আসিফ ইকবাল, চন্দ্রকোনা হাসপাতালের BMOH গৌতম প্রতিহার, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় সহ এলাকার বিশিষ্টরা। অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন দীপক রায় ও তাজরুল হক। মঞ্চের সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এই বছরও রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির মঞ্চের উদ্যোগে করা হয়েছে। এছাড়াও আমরা করোনা যোদ্ধা ও করোনা জয়ী বীরদের সংবর্ধনা প্রদান করেছি। তবে আমরা এই বছর করোনা প্রটোকলের কারণে স্বাস্থ্য শিবির করতে পারলাম না। তিনি উপস্থিত অতিথি ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। এদিনের প্রোগ্রাম এলাকায় প্রশংসা কুড়িয়েছে।