ডেবরায় তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর? জল্পনা তুঙ্গে

ডেবরায় তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর? জল্পনা তুঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, ডেবরা: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে কি বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর? নির্বাচনের মুখে ওই কেন্দ্রের কর্মীদের সঙ্গে বৈঠক করায় তুঙ্গে জল্পনা। দিদির দূত হিসাবে কাজ করছি, জল্পনা উড়িয়ে দাবি সদ্য প্রাক্তন IPS অফিসারের। কটাক্ষ করেছে বিজেপি।

    চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সদ্য প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর। এবার কি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি? বিধানসভা ভোটের মুখে তুঙ্গে জল্পনা। শুক্রবার ডেবরায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। এরপরই তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা জোরাল হয়। যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি।