বাম কংগ্রেস জোট আগামী বিধানসভায় সরকার গঠন করবে : পশ্চিম মেদিনীপুর যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: কেশপুরে যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল বলেন , আমরা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী বিধানসভায় বামফ্রন্টকে সঙ্গে নিয়ে লড়বো। আমরা জাতীয় কংগ্রেস সবসময়ই অন্যায়, দুর্নীতির বিপক্ষে। রাজ্য রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে মহম্মদ সাইফুল বলেন , কংগ্রেসে শুভেন্দু অধিকারীর জন্য দরজা সব সময় খোলা ।কংগ্রেস কিছু না দিতে পারলেও সম্মান দিতে পারবে। এখানে যারা সিঁড়ি দিয়ে উঠেছে তারাই যোগ্য সম্মান পাবে। তিনি আরো বলেন, আগামী বিধানসভায় বাম কংগ্রেস জোট সাম্প্রদায়িক বিজেপি বিরুদ্ধে ও রাজ্যের অগণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে।

    কর্মী সভায় যুব সভাপতি মহ: সাইফুল

     

    কেশপুরের সাংগঠনিক সভায় সামনে বিধানসভায় কিভাবে দল ঘুরে দাঁড়াবে সে বিষয়ে যুব কংগ্রেস কর্মী ও নেতৃত্বকে তিনি ভোকাল টনিক দেন। কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের উদ্যোগে কেশপুর বিধানসভার সংগঠন কে শক্তিশালী করার জন্য কর্মী মিটিং এ কেশপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল , জেলা যুব সহ – সভাপতি সুহাসিস পণ্ডা, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মহঃ ইসাক ও প্রদেশ কংগ্রেস সদস্য রঞ্জন ভকত, কেশপুর ব্লক কংগ্রেস নেতা লক্ষীকান্ত ঘোষ, কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি শেখ নাসির আলি ও সহ -সভাপতি আজহারউদ্দিন মল্লিক এবং কেশপুর বিধানসভার নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল সভাপতি ও নেতৃত্ববৃন্দ ।