|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বসন্ত উৎসবের মাঝেই শান্তির বার্তা দিতে এগিয়ে এলো কচিকাঁচারা।রক্তাক্ত পৃথিবীর আবহে ,মহামারীর ক্রুর রক্তচক্ষুতে সারা পৃথিবীর মানুষ যখন ত্রস্ত সেই আবহেই এসেছে বসন্ত। বাঙালির প্রাণের রং মিলান্তি,বসন্ত উৎসব।সারা ভারতবর্ষের মানুষ মিলিত হন এই উৎসবে।বসন্ত উৎসবেই যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিতে এগিয়ে এলো কচিকাঁচারা। পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী দেবদ্যুতি চাবরী তার ভাই বোন প্রমেশ ও দিশিতাকে নিয়ে পোষ্টারের মাধ্যামে শান্তির বার্তা দিলো।
তাদের আশা,বসন্তের রং আরো রঙিন হয়ে উঠবে রক্তের হোলি খেলায় নয়, মানবতার রঙিন খেলায়।