|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। মেদিনীপুর শহরের নির্মল হৃদয় স্কুলে প্রয়াত অধ্যাপক ড. দিলীপ বসুর নামাঙ্কিত নগর এবং প্রয়াত রঘুনাথ ভট্টাচার্য-অশোক মাইতি-গৌরাঙ্গ দাস মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদয়ী জেলা সভাপতি ড.দিলীপ চক্রবর্তী। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক ড. প্রদীপ কুমার মহাপাত্র। জেলা কাউন্সিলের পক্ষে বিদায়ী জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ সন্টু ওঝা।সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ২৬ টি বিজ্ঞান সভার নির্বাচিত প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব চিকিৎসক ডাঃ নয়ন মুখার্জি, অধ্যাপক ড.তপন মিশ্র সহ জেলা সংগঠনের নেতৃত্ব ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিরা।সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের দুইশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ড.কালীপদ প্রধানকে সভাপতি,ড.সুধাপদ বসুকে সম্পাদক এবং ড.দিলীপ চক্রবর্তীকে কার্যকরী সভাপতি নির্বাচিত করে ৬১ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়। পাশাপাশি ১৯ জনের জেলা সম্পাদকমন্ডলী এবং ১৪৩ জনের নতুন জেলা কাউন্সিল গঠিত হয়েছে।