|
---|
নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর:পৌর প্রশাসক দীননারাযণ ঘোষের উদ্যোগে করোনা আবহের মাঝে মানুষকে আরো সচেতন করতে,স্বাস্থ্য,পরিবেশ রক্ষা,জলসংরক্ষণ এবং নানা ধরনের পৌর পরিষেবা নিয়ে প্রচার চালাচ্ছে মেদিনীপুর পৌরসভা।
এবিষয়ে পূরসভার তৈরি ট্যাবলো চষে বেড়াচ্ছে শহরের বিভিন্ন এলাকা। ট্যাবলো থেকে মাইক প্রচারের মাধ্যমে নানা বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি কোন এলাকায় পৌর পরিষেবা নিয়ে কোন অভিযোগ থাকলে তা পুরসভার বিশেষ হোয়াটসঅ্যাপে নম্বরে সমস্যার কথা জানাতে বলা হচ্ছে।