|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় তিনি মেদিনীপুরে পৌঁছালেন । আগামীকাল সোমবার মেদিনীপুর কলেজ মাঠে সভা করবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সেই জন্য মেদিনীপুর ফায়ার ব্রিগেড এর পক্ষ থেকে মেদিনীপুর সার্কিট হাউস ইতিমধ্যেই জীবাণুমুক্ত করা হয়েছে।
তৃণমূল সূত্রের খবর, আজ সন্ধ্যায় মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদের নিয়ে একটা বৈঠক করবেন। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে জেলাজুড়ে ছাত্র-যুব মাদার কমিটি জোরদার প্রচার চালিয়েছে আগামীকালের সভার সমর্থনে।