|
---|
সংবাদদাতা : মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রচার অভিযানে মেমারি প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাশেম মন্ডল তৃণমূল কর্মী বৃন্দদের নিয়ে প্রচার করেন। দুর্গাপুর পঞ্চায়েত এর মানুষকে প্রকল্পগুলি থেকে সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে বোঝালেন যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার, মেমারি-১নং ব্লকে দেবীপুর অঞ্চলে ধর্মশীলা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ারে দুয়ারে সরকার”কর্মসূচি সম্বন্ধে প্রচার করলেন ডঃ আবুল হাসেম মন্ডল ও তৃণমূল কর্মী বৃন্দ। যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার,
মেমারি-১নং ব্লকে গন্তার ১ অঞ্চলে বাজে ইছাপুর গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে“দুয়ারে দুয়ারে সরকার” কর্মসূচি সম্বন্ধে প্রচার করলেন।