|
---|
ছয় জন প্রভাবশালী নেতা ও টাকার অঙ্ক লিখে জেল থেকে সুদীপ্তর চিঠি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কে
নতুন গতি প্রতিবেদক : সারদাকর্তা সুদীপ্ত সেন জেল থেকেই চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর লেখা চিঠিতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ছয় প্রভাবশালীর নাম উল্লেখ করেছেন। চিঠিতে উল্লেখ করেছেন চাঞ্চল্যকর সব নাম।
কয়েকদিন আগেই সারদা চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে এসেছিল একটি অডিও ক্লিপ। ওই অডিওক্লিপে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। এবার সুদীপ্ত বোমা ফাটালেন চিঠি লিখে। চিঠিতে তিনি লিখলেন- মুকুল রায়, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অধীর চৌধুরী, বিমান বসু ও সুজন চক্রবর্তীর নাম। কাকে কত টাকা দিয়েছেন তাও তিনি চিঠিতে সবিস্তারে উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। এই চিঠি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, ওই চিঠিতে সুদীপ্ত সেন উল্লেখ করেছেন বিধানসভরা বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা দিয়েছেন। আর তৃণমূলের শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের অধীর চৌধুরীকে দিয়েছেন ৬ কোটি করে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দিয়েছেন ২ কোটি টাকা। এছাড়া আরও একজন রয়েছেন এই তালিকায়। তিনি হলেন মুকুল রায়।
সুদীপ্ত সেন চিঠিতে মুকুল রায়কে নিয়ে লিখেছেন, তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কম্যান্ড তথা বর্তমানে বিজেপি সর্বভারতীয় সভাপতি মুকুল রায়কে কত টাকা দিয়েছেন, তা তিনি মনে করতে পারছেন না। তবে তাঁকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। এই চিঠি কারা দফতরের মাধ্যমে এডিজির কাছে পৌঁছেছে। সেখান থেকে তা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।
সারদা মামলায় গত ৭ বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। সেই জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তিনি। সুদীপ্তর অভিযোগ, তাঁর কাছ থেকে নানা সময়ে টাকা নিয়েছেন ওই ৬ জন। এই প্রথম জেল থেকে সুবিধাভোগীদের নাম উল্লেখ করে চিঠি দিলেন সুদীপ্ত।