|
---|
লুতুব আলি, বর্ধমান, ১৭ মে : গ্লোবাল এডুকেশনের পরিচালনায় বর্ধমান লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হলো এডুকেশন ফেয়ার ২০২৩ । মেলার শুরুতেই সকলকে স্বাগত জানান প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দ আতাউল ইসলাম। এই এডুকেশন মেলাতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। কলকাতা সহ দেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান গুলি এই মেলাতে অংশগ্রহণ করে। মানকুন্ডুর সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইন্সটিটিউশন এর সিনিয়র এক্সিকিউটিভ প্রসেনজিৎ সিনহা বলেন, বেকার ছেলেমেয়েদের সরাসরি কর্মক্ষেত্রের প্রবেশ করার ক্ষেত্রে এই ধরনের এডুকেশন ফেয়ার খুবই প্রাসঙ্গিক। প্রোগ্রাম কর্ডিনেটর সৈয়দ আতাউল ইসলাম বলেন, এই এডুকেশন ফেয়ারকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই মেলাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রেন ওয়ার ইউনিভার্সিটি পক্ষ থেকে নীলাঞ্জন বাবু, নিউটিয়া ইউনিভার্সিটি পক্ষ থেকে সৌরভ চৌধুরী, মানকুন্ডুর সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে সিনিয়র এক্সিকিউটিভ প্রসেনজিৎ সিনহা, বিবেকানন্দ ইনস্টিটিউশনের পক্ষ থেকে শেখ আজহারউদ্দিন, সুপ্রিম কলেজের পক্ষ থেকে সুধীরবাবু, বেঙ্গালুরু horsa গ্রুপের পক্ষ থেকে সৌভিক নিমু, বর্ধমান আলামিন মিশনের প্রধান শিক্ষক ফারুক সাহেব প্রমুখ।