প্রচেষ্টা” পত্রিকার মোড়ক উন্মোচন এবং “সাহিত্য পত্রিকার গতিপ্রকৃতি ও বর্তমান সমাজে তার গুরুত্ব ” সম্পর্কে কর্মশালা ও বিস্তারিত আলোচনা

নিজস্ব সংবাদদাতা :”প্রচেষ্টা” পত্রিকার মোড়ক উন্মোচন এবং “সাহিত্য পত্রিকার গতিপ্রকৃতি ও বর্তমান সমাজে তার গুরুত্ব ” সম্পর্কে কর্মশালা ও বিস্তারিত আলোচনা।

    অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – ড. মধুপ দে; লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক, ড. অমৃত কুমার নন্দী; প্রাবন্ধিক, ড. শান্তনু পান্ডা; নৃতাত্ত্বিক গবেষক ও প্রাবন্ধিক কবি-জয়ন্ত দাস, ঝাড়গ্রামের সাহিত্যের আড্ডার সম্পাদক বংশী মোহন প্রতিহার এছাড়া

    উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলার, ৫২ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিপ্রেমী মানুষ জন।

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধেয় কবি ৺দিলীপ দাসের স্মরনে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়।

    প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন “প্রচেষ্টা’ পত্রিকার সম্পাদক মুকুন্দ রাম চক্রবর্তী, প্রচেষ্টা গ্রুপ নামক স্বেচ্ছাসেবী সংগঠন এর ইতিবৃত্ত, ২০১৫ সালথেকে কিভাবে ৬ জন সদস্য নিয়ে চলা শুরু করলেও এখন প্রায় ৯০ জন সক্রিয় সদস্য নিয়ে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ কর্ম সম্পাদন এ ব্রতী হয়েছেন, যেমন বৃক্ষরোপণ, ত্রান বিতরণ, বস্ত্র দান, পুস্তক বিতরণ ও পত্রিকা প্রকাশন এর মাধ্যমে এগিয়ে চলছে তার বিভিন্ন দিক তুলে ধরেন। থেকে সমাজকে রক্ষা করার একমাত্র হাতিয়ার এবং সমাজের বিভিন্ন ভালো মন্দ দিকগুলো যে কিভাবে প্রতিফলিত হয়; তা সমাজের দর্পন নামক বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাও তুলে ধরার চেষ্টা করেন।

    ড. অমৃত কুমার নন্দী মহাশয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য চর্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

    ড. মধুপ দে মহাশয় উনার বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জঙ্গলহলের ভূমিকা নিয়ে আলোচনা করেন

    ড. শান্তনু পান্ডা মহাশয় জঙ্গলমহলের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, হারিয়ে যাওয়া বিভিন্ন বিষয় পুনরুদ্ধারের নানান দিক সম্পর্কে বিস্তারিত ব্যখ্যা করেন, যাতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা হারিয়ে না যায় তা কিভাবে ধরে রাখা সম্ভব ও যুবক/যুবতী লেখনী ধরার কথা তুলে ধরেন।

    প্রধান অতিথি সহ সমস্ত অতিথিবৃন্দের সাহায্যে যৌথ ভাবে প্রচেষ্টা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

    এছাড়াও স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি সহ নানান আলোচনা, দ্বিপ্রাহরিক আহারের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।