|
---|
নিজস্ব সংবাদদাতা :বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ববিতা সরকারের চাকরি পাচ্ছে অনামিকা রায়। এই প্রসঙ্গে অনামিকা জানায় তাঁর কাছে অত্যন্ত খুশির দিন। তিনি এই দিনটির জন্যই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। একজন চাকরি প্রার্থীর কাছে এই দিনটি সবথেকে আনন্দের দিন। অনামিকা সরকার আরো জানিয়েছেন তিনি কোন সময় আশাহত হননি। মেধাতালিকায় তিনি ২১ নম্বরে ছিলেন, ববিতা ২০ নম্বরে। অঙ্কিতা আসবার পর তাদের র্যাঙ্ক পিছিয়ে যায়। আদালতের নির্দেশ অনুসারে অঙ্কিতার চাকরি বাতিলের পর সেই চাকরি পায় ববিতা। তবে অনামিকা জানতে পারে তার থেকে ববিতা দুই নম্বর কম পেয়েছে। এরপর সে আদালতে আবেদন জানায়। তারপরেই আজ এই বিশেষ খুশির দিন।