‘দিল্লি চলো’র দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার ‘দিল্লি চলো’র দিন, অর্থাৎ ৩ অক্টোবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে এই খবর জানিয়েছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।

     

    উল্লেখ্য, ১০০ দিনের বকেয়া টাকা প্রাপ্তির জন্য দিল্লিতে তৃণমূলের কৃষিভবন অভিযান করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ইতিমধ্যেই এই কর্মসূচি সফল করতে জোরকদমে নেমে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তের বঞ্চিতদের দিল্লি নিয়ে যেতে বিশেষ পরিকল্পনা রাজ্যের শাসকদলের। একদিকে যেমন বঞ্চিতদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে, অন্যদিকে তেমনই দিল্লি এবং কলকাতায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

     

    জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ও বাসে করে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতরা আসবেন কলকাতায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শাসক দল। ৩-৪ হাজার মানুষ সেই ট্রেনে করেই দিল্লি রওনা দেবেন। ৩০ সেপ্টেম্বর সকাল ৮ টায় হাওড়া থেকে রওনা দেবে ওই বিশেষ ট্রেন। ১ অক্টোবর দিল্লি পৌঁছে যাবে ট্রেনটি।