খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা প্রাথমিকের পার্শ্বশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ মামলায় বিপাকে উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানালো, “২০২২ নিয়োগে উচ্চপ্রাথমিকের প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। দু’টি আলাদা প্রক্রিয়া। সেই কারণে পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে।”

     

    উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিতে গিয়ে মন্তব্য করেছিলেন, “প্রাথমিক শিক্ষক নিয়োগ আইনে এমন কোনও নির্দেশিকা নেই যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির পার্শ্বশিক্ষককে নিয়োগ করা যায় না। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির প্যারাটিচারদের ১০ শতাংশকে সুযোগ দিতে হবে।”