“কড়া পদক্ষেপ নেওয়া যাবেনা” নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি অভিষেকের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর-এর ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে” বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

     

    তবে পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আদালত। আদালতের বক্তব্য, এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে আনা ইসিআইআর-ও খারিজ করা যাবেনা। যেহেতু ইডির দায়ের করা ইসিআইআরের প্রেক্ষিতে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই সেই তদন্ত চলতেই পারে।

     

    উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলারই রায়দান করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

     

    যদিও লাগাতার তলব নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়ও। বৃহস্পতিবার তিনি সাফ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলবকে গুরুত্ব দেন না। তাঁর বক্তব্য, “২০২০ সালে আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসাব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে।” তিনি আরো বলেন, “আমাকে পাঁচবার তলব করেছে। চারবার ইডি, একবার সিবিআই। আমার স্ত্রীকে চারবার তলব করেছে। আমি এখন আর ইডি-সিবিআইকে গুরুত্ব দিই না।”