নীরব রাজ্যপাল! সার্চ কমিটিতে আছে কি ভিন রাজ্যের কেউ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নীরবতায় তুঙ্গে জল্পনা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সদস্যদের তালিকা তৈরি হওয়ার কথা জানালেও ভিন রাজ্যের কেউ সেই কমিটিতে থাকবে কিনা প্রশ্ন এড়িয়ে গেলেন তিনি।

     

    তিনি বলেন, “মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গড়ার জন্য সদস্যদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে।” এরপরই ভিন রাজ্যের কেউ সেই সার্চ কমিটিতে থাকবে কিনা প্রশ্ন করায় নীরব থেকেছেন তিনি। দেননি কোনো জবাব। এছাড়াও উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, “রাজভবন রাজনীতির জায়গা নয়। সংঘাত মুক্ত হওয়ার জায়গা হওয়া উচিত।”

     

    উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে সংঘাত অব্যাহত। সংঘাত মেটাতে খোদ সুপ্রিম কোর্ট একটি সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, “আর একতরফা স্থায়ী উপাচার্য নিয়োগ নয়। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগ করতে হবে। ওই কমিটিতে থাকার জন্য রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসিকে কমপক্ষে ৩-৫জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করতে হবে।” ওই কমিটিতে রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসির প্রতিনিধি থাকার কথা। রাজ্যের তরফে এখনও কোনও প্রতিনিধির নাম ঘোষণা করা হয়নি।

     

    প্রসঙ্গত, এর আগে রাজ্যপালের বিরুদ্ধে ভিনরাজ্যের আধিকারিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ বারবার উঠেছে এবং এবারেও সেই একই উঠছে। কিন্তু সেই জল্পনা আবার পুরোপুরি খারিজ করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্নের।