এবার এগিয়ে নিয়ে আসা হল আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন

নিজস্ব সংবাদদাতা : বইমেলা এগিয়ে নিয়ে আসা এবং তার কারণ জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। অনেকটা সময় ধরে হবে পরের বছরের কলকাতা বইমেলা। তার জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ শুরু করে দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ২০২৩ সালে অবশ্য ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলা চলেছিল। এবার এগিয়ে নিয়ে আসা হল আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন। প্রত্যেক বছর যে সময় হয় তার থেকে এগিয়ে আনা হয়েছে। ২০২৪ সালের নির্ধারিত সময়ের থেকে কিছুদিন আগেই বইমেলা চালু করা হবে বলে খবর। বইমেলা এগিয়ে নিয়ে আসা এবং তার কারণ জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। শুধু আই নয়, অনেকটা সময় ধরে হবে পরের বছরের কলকাতা বইমেলা। তার জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ শুরু করে দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।কবে থেকে হবে কলকাতা বইমেলা?‌ আগামী বছর জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বইমেলা চলবে বলে জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। প্রত্যেকবার দেখা যায়, জানুয়ারি মাসের শেষ মঙ্গলবার থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার পর্যন্ত চলে কলকাতা বইমেলা। ২০২৪ সালে বেশি দিন ধরে চলবে কলকাতা বইমেলা। ২০২৩ সালে অবশ্য ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলা চলেছিল। টানা ১২ দিন ধরে চলেছিল কলকাতা বইমেলা। আর ২০২৪ সালে তা চলবে ১৪ দিন। প্রত্যেকবার রবিবার দিন শেষ হতো কলকাতা বইমেলা। এবারই প্রথম বুধবার শেষ হবে কলকাতা বইমেলা।আর কী জানা যাচ্ছে?‌ এই বইমেলা এগিয়ে আনার কারণ হল, মাসের প্রথম দিকে চাকরিজীবী মধ্যবিত্তদের হাতে টাকা থাকে। তার প্রভাব সরাসরি দেখতে পাওয়া যায় কলকাতা বইমেলায়। তাছাড়া মাসের শেষদিকে মানুষজনের আসা কমে যায় কলকাতা বইমেলা প্রাঙ্গণে। এই বিষয়টি নিয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু বাবু বলেন, ‘‌বইমেলা এগিয়ে আনায় কোনও সমস্যা হবে না। কারণ আমরা এখন থেকেই নতুন সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল ব্রিটেন। তাই সেখানেও নতুন দিনক্ষণ সম্পর্কে অবাগত করা হয়েছে।’‌ঠিক কী বলছেন বইমেলা কর্তৃপক্ষ? কলকাতা‌ বইমেলা আট থেকে আশির কাছে খুবই জনপ্রিয়। তবে কলকাতা বইমেলার দিন এগিয়ে আনার পিছনে নানা কারণ রয়েছে। এই বিষয়টি নিয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু দে বলেন, ‘‌নতুন সূচিতে বাড়তি ছুটির দিন পাওয়া গিয়েছে। ২৩ ও ২৬ জানুয়ারি ছুটি থাকায় আরও বেশি সংখ্যক মানুষ কলকাতা বইমেলায় আসতে পারবেন। তাতে পুস্তকপ্রেমী এবং পুস্তক বিক্রেতাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে। তাছাড়া ২০২৪ সালে লোকসভা নির্বাচন থাকার জেরে এগিয়ে আসছে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। তাই বইমেলার দিনও এগিয়ে আনা হয়েছে।’‌