|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, “তদন্তকারী আধিকারিকের আত্মবিশ্বাসের অভাব রয়েছে।” তাঁকে বাংলার আর কোনও মামলার তদন্তভার দেওয়া যাবে না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি।