|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার।ডেঙ্গুর বাড়বাড়ন্তের প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার। সেই মতো মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে স্বাস্থ্যভবনের বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলেই অভিযোগ। শেষ পর্যন্ত তাঁরা স্বাস্থ্যভবনে ঢুকতে পারেননি। বিক্ষোভকারীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।