দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে কিছুটা হলেও স্বস্তি পেলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সোমবার আলিপুর জজ কোর্টে ওঠে এই সংক্রান্ত মামলা। যার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর। ততদিন তৃণমূলের তারকা সাংসদকে আদালতে হাজিরা দিতে হবে না। এমনটাই জানিয়ে দিয়েছে আদালত।