|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে এবং বীরভূম জেলা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সোমবার।
সিউড়ি নেতাজি বিদ্যা ভবন এবং আড্ডা এস, পি, উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে পৃথক পৃথক ভাবে দুটি বিদ্যালয়ের সভাকক্ষে সভা আয়োজিত করা হয়।
উল্লেখ্য উক্ত দুটি বিদ্যালয় উপভোক্তা বা কঞ্জুমার ক্লাব হিসেবে চিহ্নিত । আলোচনা সভায় মূলত দ্রব্য কেনার সময় সরকারি অনুমোদিত চিহ্ন গুলি দেখে কেনা, সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো কোম্পানি আইনে রেজিস্ট্রিকৃত কিনা তা দেখা বা জানা, রান্নার গ্যাসের ওজন সঠিক দেখে নেওয়া,দ্রব্যের প্যাকেটের গায়ে লিখিত এক্সপায়রির তারিখ দেখে জিনিস কেনা, অনলাইনে বিভিন্ন তথ্য জেনে নেওয়া , বিদ্যুৎ বিল অকারণে বেশি এলে এছাড়াও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা কাটায় ঠগে গেলে উপভোক্তা বিভাগ কি কি ভাবে আইনি সাহায্য করতে পারবে সেই বিষয়ের উপর আলোকপাত করা হয়।
আলোচনাসভার ভিত্তিতে পড়ুয়াদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিক স্পন্দন মুখার্জী ও হীরক রায়।
এছাড়াও উক্ত বিদ্যালয় দুটির সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এবং সহযোগী আয়োজক হিসেবে ছিলেন সিউড়ি প্রগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব মহম্মদ রফিক।