স্বাধীনতা দিবসে ইন্ডিয়া জোটকে কড়া বার্তা মোদির

দেবজিৎ মুখার্জি: স্বাধীনতা দিবসে বিরোধী ইন্ডিয়া জোটকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লার দীর্ঘ ভাষণের শেষে তিনি রীতিমতো চ্যালেঞ্জের সুরে বললেন, ”আগামী বছর আবার স্বাধীনতা দিবসে এখানেই আপনাদের সামনে আসব। আর এক বছর ধরে আমরা কী কী কাজ করলাম, তার খতিয়ান দেব।”

     

    সম্প্রতি ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, এবারই লালকেল্লায় মোদির শেষ ভাষণ। আগামী বছর স্বাধীনতা দিবসে দিল্লিতে ভাষণ দেবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি। আজ চ্যালেঞ্জের সুরে মোদি বোঝালেন ইন্ডিয়া যতই শক্তিশালী হোক, চব্বিশের ফের মসনদে ফিরছেন তাঁরাই।