|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মেমারি খাঁড়ো যুবক সংঘের স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার মেমারির খাঁরো যুবক সংঘ স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থোপেডিকস এর চিকিৎসক তথা কলকাতা সি এম আর আই হাসপাতালের সভাপতি ডা: রাকেশ রাজপুত। তিনি এই অনুষ্ঠানেও পৌরহিত্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি থানার ও.সি সুদীপ্ত মুখার্জী। তিনি বক্তব্য রাখতে গিয়ে ইংরেজদের দানবীয় অত্যাচারের কথা ও স্বাধীনতা আন্দোলনে প্রেক্ষাপটগুলি সাবলীল ভাবে তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল দুনিয়ার খারাপ দিকগুলি প্রতি যুবসমাজ আকৃষ্ট হয়ে পড়ছে। এই নেতিবাচক দিকগুলি থেকে দূরে থাকতে হবে। দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী, মনীষীদের অবদান ও ত্যাগের দিকগুলি নিয়ে বেশি করে চর্চা করার জন্য ভাবি প্রজন্মর উদ্দেশ্যে তিনি আহ্বান জানান। এ ব্যাপারে অভিভাবকদের ও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন। যুবক সংঘ নিরন্তর যে সমাজ সেবামূলক কাজগুলি করে চলেছে তার জন্য সুদীপ্ত বাবু সন্তোষ প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: দেবাংশু কুমার, মেমারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আবু তোরাব, যুবক সংঘের অন্যান্য কর্মকর্তা সহ সেখ সবুরউদ্দিন।