তৃণমূল ভবনে পালিত হলো ৭৭ তম স্বাধীনতা দিবস

বিশেষ প্রতিবেদন, কলকাতা : ব্রিটিশ শাসনের হাত থেকে দীর্ঘ কঠিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ১৯০ বছরের পরাধীনতার গ্লানি মুছে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ ভারত বর্ষ স্বাধীনতা অর্জন করে। গুটি গুটি পা য়ে এ বছর ৭৭ তম স্বাধীনতা দিবস দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস পালন করেন। পিছিয়ে ছিলনা তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলীয় কার্যালয়,ক্লাব সহ বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও স্বাধীনতার সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা যায়। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় কলকাতার তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ শ্রী সুব্রত বক্সী, ছিলেন সাংসদ দোলা সেন,প্রাক্তন মন্ত্রী মনিষ গুপ্তা,সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান,অলোক দাস প্রমুখ।