|
---|
রবিউল ইসলাম, সাগরদিঘি : সারা ভারতবর্ষ ব্যাপী করোনা পরিস্থিতিতে রক্তের সংকট নিরসনের জন্য মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন ‘ সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ‘ এর সম্পাদক সঞ্জীব দাস।
এদিন সাগরদিঘি ব্ল্যাড বাঙ্কে সঞ্জীব দাস,দেবাশীষ সরকার, সুজিত সেখ,সাহেব দাস, বিশ্বজিৎ সাহা সহ অনেকই রক্তদান করেন। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, আমার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি কারণ এই করোনা পরিস্থিতিতে সাগরদিঘি ব্লাড ব্যাঙ্কে রক্ত প্রায় শূন্য, তাই ট্রাস্টের সকল সদস্যদের সহযোগিতায় আজকের রক্তদান কর্মসূচি। এই মহামারি কবে নির্মূল হবে আমরা জানি না। আসুন আমরা সবাই অন্তত এক ব্যাগ রক্তদান করি। এক ব্যাগ রক্তদানে বাঁচবে একটি প্রাণ, বেঁচে থাকবে থ্যালাসেমিয়া রোগীরা। সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দিপালী মন্ডল বলেন, এই প্যান্ডেমিকের পরিস্থিতির মধ্যেও ট্রাস্ট মানুষের পাশে থেকে যে ভাবে কাজ করছে, তাদের এই শুভ উদ্যোগ চিরকাল বজায় থাকুক এবং তাদের সর্বাঙ্গিক সাফল্য কামনা করি।
কাবিলপুরের তরুণ রক্ত যোদ্ধা তায়েদুল ইসলাম বলেন, জীবনের প্রথম রক্তদান করলাম, বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে রক্তের অকাল সংকট জোগান মেটাতে সবাইকে রক্তদান করতে আহ্বান জানান। প্রত্যেক রক্ত যোদ্ধাদের উৎসাহ প্রদানের জন্য হাতে শংসাপত্রসহ হরহরির রাজ নার্সারির পক্ষ থেকে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।