|
---|
মহঃ সফিউল আলম, বীরভূম: রাজস্থানের আজমেঢ় সহ দেশ, রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে যখন হজরত খাজা মঈন উদ্দিন চিস্তী রহঃ আঃ এর পবিত্র ঊরস উৎসব যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে তখন পিছিয়ে থাকেনি বীরভূমের সুপ্রসিদ্ধ দরগাহ শরীফ খুষ্টিগিরীও৷ এখানেও ভক্তরা নিষ্ঠা সহকারে যাবতীয় কর্মসূচী পালন করেন৷ দরগাহ শরীফ তথা কেরমানী সাহেবের বংশধর প্রতিনিধি ও সুধীজনেরা হাজির ছিলেন৷
জানা যায়, অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের অন্যতম প্রাচীন পবিত্র ভূমি খুষ্টিগিরী দরগাহ শরীফে সম্প্রতি এবারও খাজা গরীবে নওয়াজ রহঃ আঃ এর ঊরস পালনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়৷ আনুষ্ঠানিক সূচনা পর্বে নিশান উত্তোলন করেন খুষ্টিগিরী দরগাহের পক্ষে প্রতিনিধি সৈয়দ হাফিজুর রহমান৷ আলোচনায় অংশ নেন বিশিষ্টরা৷ খাজা বাবার জীবন —আদর্শ, আত্মত্যাগ প্রভৃতি বিষয় তুলে ধরেন বক্তারা৷ উঠে আসে শান্তি সম্প্রীতির বিষয়ও৷ যা আজকের এই কঠিন সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করেন অনেকে৷ সামগ্রিক ভাবে অনুষ্ঠানটি সুচারু রুপে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাব্রতী, লেখক, শান্তিকামী মানুষ তথা সংশ্লিষ্ট দরগাহের মোতাওয়াল্লী পীরসাহেব নামে সুপরিচিত সৈয়দ বজলে রহমান কেরমানী৷ তাঁর পরিবারের অন্যান্য সদস্য, প্রতিনিধি ও ভক্ত অনুরাগীদের উপস্থিতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷ মিলাদ, কাওয়ালী তথা মহফিলে সামা এর আয়োজনও ছিল৷