|
---|
নতুন গতি ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের সর্বত্র উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হওয়ার পাশাপাশি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নানা ধরনের জনহিতকর কাজ করে যাচ্ছে প্রশাসনের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।
রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের জন্য ভ্যাকসিন দেওয়া জরুরি। সেই লক্ষ্যে দফায় দফায় টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্থানে। উঃ চব্বিশ পরগনার জেলাশাসক শ্রী সুমিত গুপ্তা এবং অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য ও রিচিন ইসমাইল সাহেব এবং জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় কর্মীদের পরিবারের সদস্যদের দ্বিতীয় ডোজ সম্পন্ন হয় শুক্রবার জেলা পরিষদের তিতুমীর সভাকক্ষে।
টিকা প্রদান কর্মসূচিতে দীর্ঘ সময় উপস্থিত থেকে উপভোক্তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন কাজের মানুষ,দক্ষ সংগঠক জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ। টিকা প্রদান কর্মক্রিয়া প্রসঙ্গে ফারহাদ সাহেব বলেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেন তা রূপদান করেন। তিনি সকলের জন্য টিকাদান করার জন্য স্বাস্থ্য আধিকারিকদের তৎপরতার সঙ্গে কাজ করার অনুরোধ করার পাশাপাশি নিজে প্রতিটি বিষয় মনিটারিং করেন।
আমরা তাঁর অনুগত সৈনিক হিসাবে যেকোন পরিস্থিতিতে কাজ করার অনুপ্রেরণা পেয়ে থাকি বলে ফারহাদ জানান। বর্তমান সরকারের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন সাধারণ মানুষ এখন টেনশন মুক্ত কারন দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্প গুলোর সুবিধা নিয়োমিত উপভোক্তারা পাচ্ছে। সেইসঙ্গে তিনি আর বলেন লক্ষীর ভান্ডার রাজ্যের মানুষের কাছে এক বিরাট পাওনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো আজ বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। তাই তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে হিসাবে যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মন জয় করে নিয়েছে আগামী দিনে দেশ শাসনের ভার তাঁর কাঁধেই উঠবে এ আমাদের দৃঢ় বিশ্বাস বলে প্রত্যয় ব্যক্ত করেন একেএম ফারহাদ সাহেব।