শক্তিগড় উৎসবে কবি সন্মেলন

আলিফ ইসলাম,মেমারি:২৮ জানুয়ারি,পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে শক্তিগড় যুব গোষ্ঠীর উদ্যোগে শক্তিগড় যুব গোষ্ঠী ফুটবল মাঠে ১৬ তম বর্ষ শক্তিগড় উৎসব অনুষ্ঠিত হয় ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শেষ দিন ২৮ জানুয়ারি রবিবার ৩-০০ টা থেকে ৫-৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় কবি সন্মেলন। স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চল সহ অন্য জেলার এমনকি বাংলাদেশ থেকেও কবি এসেছিলেন এই কবি সন্মেলনে। মানিক মজুমদার, আব্দুল করিম, কৌশিক ঘোষ, সত্যনারায়ণ মাজিলা, অরূপ চৌধুরী, সুদেষ্ণা মন্ডল, চৈতালি দাস মজুমদার,শ্যামাপদ চৌধুরী, সফিকুল ইসলাম মোল্লা, সৈয়দ আতাউর রহমান, সেখ জাহাঙ্গীর, আঞ্জুমানোয়ারা আনসারী, কাজী রেহানাজ ইয়াসমিন, মিনতি গোস্বামী,সায়ন্তী হাজরা, হাফিজুর রহমান, এহসান সনম, সেখ মহম্মদ ইউনুস, চিরঞ্জীব ঘোষ, তাপস কুমার চ্যাটার্জী,‌সুফি রফিক উল ইসলাম,
তাপস ভূষণ সেনগুপ্ত, সৌম্য পাল, রমাকান্ত পাঁজা,সন্দীপ রায়, অনুতোষ চক্রবর্তী,স্বদেশ মজুমদার,বিকাশ বিশ্বাস, চৈত্র কুমার প্রামানিক, পার্বতী মিত্র, গীতা দত্ত, সবিতা চ্যাটার্জী, পরেশ ঘোষ, মিলি বিশ্বাস, সীতারাম ঘোষ প্রমুখ প্রায় পঁয়তাল্লিশ জন সংস্কৃতি প্রেমী ব্যক্তি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু বিলম্বে শুরু হ‌ওয়ার সঙ্গে সঙ্গে বিলম্বিত লয়ে চলার জন্য অনুষ্ঠান টি গতি হীনতায় ভুগতে থাকে। কিছু কিছু ব্যক্তিকে একাধিক বার পাঠ ও বক্তব্যের সুযোগ করে দেওয়া। আবার কেউ কেউ দীর্ঘক্ষণ সুযোগ না পাওয়ায় অনেকেই অসন্তুষ্ট হন। কেউ কেউ পাঠ না করে চলেও যান।এ ব্যাপারে উদ্যোক্তাগণ কে আরো সুগভীর মনোনিবেশ করতে হবে নচেৎ আগামী দিনে এই মহতী উদ্যোগ ফলপ্রসূ হয়তো হবে না।সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন উদ্যোক্তাগণের পক্ষে লুতুব আলি।