|
---|
সংবাদদাতা এর – আয়োজনে এ AI- এর যুগে শিক্ষা ও চাকরির ভবিষ্যৎ কি এই বিষয় নিয়ে “Education Seminar – 2024” সেমিনারে উপস্থিত ছিলেন MAKAUT ইউনিভার্সিটির প্রাক্তন VC সৈকত মিত্র, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও প্রফেসর সুজয় বিশ্বাস, রাজারহাট গোপালপুরের বিধায়ক তাপস চ্যাটার্জি, আলিয়া ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স বিভাগের প্রাক্তন HOD- আয়াতুল্লাহ ফারুক মোল্লা, ফ্রন্ট পেজ কলেজ অফ এডুকেশনের চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাব্বির এস গাফফার, আসশিফা হসপিটালের ডিরেক্টর ফারুক উদ্দিন পুরকায়েত, নওজান গ্রুপ অফ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নওশাদ আলী, এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।