|
---|
নিজস্ব সংবাদদাতা:গতকাল নিঁখোজ হয়ে যাওয়া মহাদেব মেটে বাড়ি ফিরলো । গতকাল বিকাল নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানা কৈলাস নগর এলাকায় তাকে ঘুরতে দেখে কুলতলি থানায় খবর দেন স্থানীয় যুবক বাপি প্রামানিক। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ অফিসার স্বপন বিশ্বাস বিষয়টি গলসি থানায় জানান। এরপর গলসি থানার স্থানীয় সাংবাদিক আজিজুর রহমানকে জানালে আজিজুর রহমান ও শিক্ষক সেখ ফিরোজ আলি তাকে আনার ব্যবস্থা করেন। কুলতলি এলাকায় তাকে আনতে যান গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত মেটে ও মহাদেব মেটের পরিবারের লোকেরা। তাদের সবরকম ভাবে সাহায্য করেন কুলতলি থানার সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত বেরা। সন্ধে নাগাদ কুলতলি থানার ডোঙ্গাজোড়া সিভিক ক্যাম্পে তার খাবারের ব্যবস্থা করেন প্রশান্ত। পুলিশের স্বতস্ফুর্ততার জন্য বাড়ি ফিরলো ভবঘুরে মহাদেব মেটে। উল্লেখ্য, গত ২৭ শে মে বাড়ি থেকে বের হয়ে আচমকায় নিখোঁজ হয় মহাদেব মেটে। তার পরই গলসি থানায় নিখোঁজ ডাইরি করেন বাড়ির লোকেরা। এর আগে হুগলি এলাকায় তাকে খুঁজতে যান সাংবাদিক আজিজুর রহমান, শিক্ষক সেখ ফিরোজ আলি ও স্থানীয় যুবক মলয় রায় এবং পরিমল চ্যাটার্জ্জী। তারা সেখানে গিয়ে খোঁজ চালিয়ে ব্যার্থ হন। তবে এদিন তাকে বাড়িতে ফেরাতে পেয়ে খুশি হয়েছেন আজিজুর ও ফিরোজ।