|
---|
মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : রাজ্যে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এই মুহূর্তে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগণা।শুক্রবার অর্থাৎ আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। প্রায় ৩ হাজার ছুঁইছুঁই।
উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। অপর দিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফের পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণের নিরিখে কলকাতাকে ছাপিয়ে উত্তর ২৪ পরগণা জেলা।