বনমহোৎসব উদযাপন চারাগাছ রোপন কর্মসূচি গ্রহণ উত্তর ২৪ পরগণার দেগঙ্গা চাঁপাতলা গ্রামে

নতুন গতি ডেস্ক: বনমহোৎসব উদযাপন উপলক্ষে কয়েক হাজার চারাগাছ রোপন কর্মসূচি গ্রহণ করে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী।
আজ রথের দিন পড়ন্ত বিকেলে হুমায়ূন সাহেবের উদ্যোগে চারা গাছ বিতরণ কর্মসূচি ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জনাব হাজী শেখ নূরুল ইসলাম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা জনাব এ কে এম ফারহাদ সাহেব, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মফিদুল হক সাহাজি, আইসি দেগঙ্গা অজয় কুমার সিংহ, কর্মাধ্যক্ষ কৃষ্ণা বসু,দেগঙ্গা-২ এবং হাদিপুর ঝিকরা অঞ্চলের প্রধান বাবলু পারুই ও শাহাবউদ্দিন মন্ডল, রউফ খান, সুমাইয়া চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দেগঙ্গার চাপাতলা অঞ্চলের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে বলে বিধায়ক হাজী নুরুল ইসলাম ঘোষণা করেন। তিনি আরো বলেন “প্রধানকে বল” কর্মসূচি অত্যন্ত দক্ষতার সঙ্গে এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে বিধায়ক সাহেব বলেন।


    জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ফারহাদ সাহেব বলেন আজকের অনুষ্ঠান টি সফলভাবে সমাপ্ত করার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান সাহেব কে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সবসময় তৃণমূল কংগ্রেসে যোদ্ধারা ময়দানে থেকে মানুষের পাশে উপকার করে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন একই সঙ্গে তিনি বলেন গাছ আমাদের প্রাণ গাছ লাগাতে হবে এবং অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন বনাম উৎসব উপলক্ষে ১৪ থেকে ২০ ই জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আমাদের জেলা বনদপ্তর এর উদ্যোগে ব্যারাকপুরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। এবং পুরো উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে কয়েক লক্ষ গাছ রোপণ করা হবে কর্মাধ্যক্ষ ফারহাদ সাহেব জানান।
    পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি দাবি করেন আমাদের প্রধান সাহেব যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে এবং এই অনুষ্ঠানটি অন্যান্যদের কাছে দৃষ্টান্তস্বরূপ হবে বলে তিনি দাবি করেন।