কে হবেন মালদা জেলা পরিষদের সভাধিপতি তা নিয়ে জল্পনা তুঙ্গে

মালদা: সভাধিপতির পদ থেকে গৌড় চন্দ্র মন্ডল পদত্যাগ করার পরই মালদা জেলা পরিষদের সভাধিপতি কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন কোন মুখ না বিগত দিনে যারা দক্ষ হাতে সভাধিপতির দায়িত্ব সামলেছেন তাঁরা। কি বলছেন মালদার মানুষ তাদের পছন্দ কে ? তাহলে শুনুন, হিন্দু থেকে মুসলিম সকলেই চাইছেন গনি গড়ে রাজনীতিতে হাতেখড়ি প্রাক্তন সভাধিপতি তথা টানা চারবারের নির্বাচিত জেলা পরিষদের সদস্য উজ্জ্বল চৌধুরীকে। এদিকে তৃতীয়বারের সরকার গঠনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলাপরিষদ দখল নিয়ে উঠে পরে লেগেছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জী নিজেই চাইছেন পরিষ্কার পরিচ্ছন্ন লোকদের সভাধিপতি র দায়িত্ব দিয়ে বোর্ড গঠন করার। আর এর পরই কলকাতার তৃণমূল দপ্তর থেকে জেলায় জেলায় চলছে সভাধিপতি খোঁজার কাজ।

    তবে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষদের মধ্যে উঠে আসছে প্রাক্তন সভাধিপতি তথা বিধায়ক পদে লড়াকু নেতা উজ্জ্বল চৌধুরীর নাম। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি উজ্জ্বল বাবু বেশ পছন্দ কালীঘাটের। জেলার শীর্ষ নেতৃত্ব এবং অঞ্চল সভাপতি থেকে সদস্যরাও চাইছেন উজ্জ্বল চৌধুরী কে সভাধিপতি হিসেবে। মালদার সাধারণ মানুষ ইতিমধ্যে উজ্জ্বল চৌধুরীকে পুনরায় সভাধিপতির আসনে অলংকৃত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে যেতে চেয়ে মত প্রকাশ করেছেন। এদিকে মালদা জেলা পরিষদের কর্মীদের দাবি, উজ্জ্বল বাবু ফের দায়িত্বে এলে বেশ ভালোই হয়। আগের মত কাজের গতি আসবে। ওনার সময় বেশ ভালই কাজ হয়েছিলো। উনি অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। উনি সভাধিপতি থাকাকালীন সাদুল্লাপুর মহাশ্মশান সহ মালদা জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের কবর স্থান গুলির ব্যাপক আধুনিকীকরণ করা হয়েছিল। সেইসঙ্গে নির্মাণ হয়েছিল মালদা জেলার দীর্ঘ রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট সহ অন্যান্য উন্নয়নশীল কর্মকাণ্ড।

    তবে এখন দেখার বিষয় উজ্জ্বল বাবুর ভাগ্যে কালীঘাটের সীলমোহর মিলছে কিনা।