মেয়র হিসেবে গৌতম দেবের প্রথম বোর্ড মিটিং

শিলিগুড়ি: দায়িত্ব নেবার পরে শিলিগুড়ি পুরসভাতে প্রথম বোর্ড মিটিং হল আজকে।মেয়র হিসাবে আজ প্রথম বোর্ড মিটিং ছিলো গৌতম দেবের।সাথে সাথে ডেপুটি মেয়র হিসাবে প্রথমবারের জন্য বোর্ড মিটিং করলেন রঞ্জন সরকারও।শিলিগুড়ির 47টি ওয়ার্ডের সব কাউন্সিলারই উপস্থিত ছিলেন বোর্ড মিটিং এ।উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী পাল সহ সব বিরোধী দলের কাউন্সিলারই।প্রথম বোর্ড মিটিং এ মেয়র হিসাবে বক্তব্য রাখেন গৌতম দেব।

    শিক্ষা,সাস্থ্য এবং জল নিয়ে প্রথমে কথা বলেন মেয়র।তারপরে জঞ্জাল অপসারন নিয়েও তিনি বক্তব্য রাখেন।সতর্ক করে দেন সকলকেই যাতে সবাই নিজের নিজের কাজটা ঠিক করে করেন।গৌতম দেব বিশেষ দায়িত্ব নিতে নির্দেশ দেন এম আই সি এবং বোরো চেয়ারম্যানদের।কোন সমস্যা হলে তারা যেন তাকে জানায় এটাও তিনি বলে দেন।মেয়র এদিন সতর্ক করে দেন সবাইকে যে পুরসভাতে কাজ নিয়ে এসে কেউ যেন খালি হাতে না ফিরে যান,এছারাও তিনি জানিয়ে দেন পুরসভাতে কোন রকমের দালাল রাজ চলবে না।গৌতম দেব এদিন জানান শিলিগুড়িকে উত্তরবঙ্গের তিলোত্তমা বানাতে হবে।শহরকে যতটা পারা যায় পরিষ্কার রাখতে হবে।রাত্রেও ময়লা নিতে গাড়ি আসবে বলে জানান মেয়র।এদিন মেয়র গৌতম দেব বাড়তি দায়িত্ব নিতে বলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে।গৌতম দেব এদিন কাউন্সিলারদের নির্দেশ দেন যাতে বর্ষার সময় রাস্তায় চলতে যাতে ওয়ার্ডের লোকেদের কোন অসুবিধা না হয়।তিনি জানান মশার জন্য অতিষ্ঠ মানুষ,যাতে প্রতি সপ্তাহে তিনদিন অন্তত ধোয়া দেওয়া হয় তা দেখতে নির্দেশ দেন কাউন্সিলারদের।মেয়র বলেন প্রতিটি বোর্ড মিটিং এ কাউন্সিলারদের কাছে কাজ সম্পর্কে জানতে চাওয়া হবে।যদি কোন কাজ না হয়ে থাকে তবে তা কেন হয় নি সেটার জবাবদিহি করতে হবে কাউন্সিলারকে।প্রথম মিটিং এ সবাইকে কড়া বার্তা দিলেন মেয়র গৌতম দেব।এবং টোটো এবং রিষ্কার ক্ষেত্রে কোন আবেদন আর গ্রাহ্য হবে না জানিয়ে দেন মেয়র।মাধ্যমিক চলছে,সামনে উচ্চমাধ্যমিক পরিক্ষা এই সময় টোটো এবং রিষ্কার কারনে যাতে পরিক্ষার্থীদের কোন সমস্যা না হয় তা দেখতে তিনি কাউন্সিলার এবং বোরো চেয়ারম্যানদের নির্দেশ দেন।