বাংলার বাড়ি’ প্রকল্পের উপভোক্তাদের নিয়ে রবীন্দ্র মঞ্চে সভা

শিলিগুড়ি: বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর পেয়ে উপকৃত হয়েছেন শিলিগুড়ি পুর নিগম এলাকার বহু মানুষ। এই প্রকল্পের উপভোক্তাদের নিয়ে বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হলো রবীন্দ্র মঞ্চে। এই আলোচনা সভার আয়োজন করেছিল শিলিগুড়ি পুর নিগম। এই প্রকল্পে ঘর নির্মানে শিলিগুড়িতে খরচ হয়েছে ১২ কোটি টাকা। মাত্র ৭ মাসে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের  হাতে ঘর তৈরির অর্থ তুলে দেওয়া হয়েছে।

    এই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব। এই প্রকল্পে কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে কর্মশালায় আয়োজন করা হয় বলে জানান শিলিগুড়ির পুর নিগমের প্রশাসক গৌতম দেব। এদিন সুডার প্রতিনিধি দলও এই  কর্মশালায় উপস্থিত ছিল। অর্থ প্রাপকরা সঠিকভাবে যাতে প্রাপ্য অর্থ পেয়ে তা ব্যবহার করতে পারেন সেই কারণেই এই আলোচনা শিবির বলে জানান পুর নিগমের সদস্য অলোক চক্রবর্তী।