“এখন একমাত্র মুখ্যমন্ত্রীই পারবেন বাংলা এবং পাহাড়কে রক্ষা করতে”: বিনয় তামাং

নতুন গতি নিউজ ডেস্ক: এখন একমাত্র মুখ্যমন্ত্রীই পারবেন বাংলা এবং পাহাড়কে রক্ষা করতে।তিনি জানেন বাঙলা এবং বাঙালীর ভবিষ্যত।মুখ্যমন্ত্রী পাহাড়ের মানুষকে ভরে দিয়ে গেছেন এবং দুহাত ভরে টাকা দিয়ে গেছেন আর কোনদিনই কোন জোর করেন নি পাহাড়ের মানুষের সাথে।নিজে পাহাড়ে এসেছেন মানুষের সাথে কথা বলেছেন,তাদের সুবিধা এবং অসুবিধার কথা জেনে তার সমাধান করবার চেষ্টা করছেন।মুখ্যমন্ত্রী পাহাড়ের মানুষের কথা ভেবেই এত প্রকল্পের কথা ঘোষনা করেছেন।কংগ্রেস,সিপি এম এবং বিজেপী পাহাড়ের সমস্যা সমাধানের চেষ্টা কোনদিন করেন নি আর করবেন ও না।

    বিনয় তামাং বলেন একজনকে ধরে নিয়েই এগোতে হবে আর তিনি হলেন আমাদের মুখ্যমন্ত্রী।তাই আমাদের সবাইকেই তার নির্দেশ মতই চলতে হবে।আমি তার একজন সামান্য সৈনিক।আমি চেষ্টা করবো পাহাড়ের জন্য কিছু করতে জানিয়ে দিলেন বিনয় তামাং।