|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিমল গুরুঙ্গকে সঙ্গে নিয়েই পাহাড়ে লড়াই করবে তৃণমূল কংগ্রেস।বিজেপী বছরের পর বছর পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে গেছে।আর পাহাড়ের মানুষ ঢেলে ভোট দিয়ে গেছে বিজেপী।বিজেপী দলটা চলছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে,আর প্রবঞ্চনা দিয়ে,মানুষ বুঝতে পারে নি ভারতীয় জনতা পার্টির ছলনা।এই বিজেপীকে পাহাড় ঝুড়ি ঝুড়ি ভোট দিয়েছে যাদের পাহাড়ের এম এল এ এবং এমপি বানিয়েছে তারাও মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানিয়েছে। তাই মানুষকে বুঝতে হবে যে বাংলা এবং পাহাড়ের উন্নয়নের জন্য তৃণমূলকেই দরকার।বিনয় তামাং আরো বলেন পাহাড়ের মানুষ সৎ এবং পরিশ্রমী মানুষ তাদের একবার বোঝালেই সব বুঝতে পারে এবং বিশ্বাস করে,সে জায়গায় বিজেপী পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়ে নিজের দিকে ভোট টেনে নিয়ে গেছে।তাই পাহাড়ের মানুষের ভুল ভাঙার দরকার,আর এই কাজটা করতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আমি বিমল গুরুঙ্গকে সাথে নিয়েই পাহাড়ে বিজেপীর বিরুদ্ধে লড়াই করতে চাই।আশাকরি এবারে পাহাড়ের মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে বিজেপীকে পাহাড় থেকে উৎখাত করবেন।এদিন বিনয় তামাং বলেন আমি পাহাড়ে গিয়ে মানুষকে বোঝাবো বিজেপী তাদের সাথে প্রতারনা করেছে,তাদের সব আশাকে ধুলিসাৎ করেছে বিজেপী।তাই আর নয় পাহাড়ে পরিবর্তন করতে হবে।তাই তৃণমূলকে আনতে হবে।তৃনমুল কংগ্রেসের হাত দিয়েই পাহাড়ের উন্নয়ন আসবে।