প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফেরের দুদিন আগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু

নতুন গতি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফেরের দুদিন আগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু। এই লড়াইয়ে মৃত এক সেনা ও আহত হন ৪ জন। নিকেশ হয়েছে দুই জঙ্গিও।

    কাশ্মীর পুলিশের বক্তব্য জম্মুর সুঞ্জওয়ান ক্যান্টনমেন্ট এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে প্রধানমন্ত্রীর সফর চলাকালীন নাশাকতার ছক কষার খবর পাওয়ার পরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। সেই সময় সিআইএসএফের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে দেয় জঙ্গিরা। এই সংঘর্ষে নিহত ১ ও আহত ৪ সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত, লড়াই চলছে বলে দাবি পুলিশ সূত্রের।