|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কর্নাটকে অব্যাহত হিজাব বিতর্ক। আন্দোলন করার মাশুল দিতে হলো দুই পরীক্ষার্থী আলিয়া আসাদি এবং রেশমকে। হিজাব পড়ে পরীক্ষা দিতে আশায় ঢুকতে দেওয়া হলোনা পরীক্ষার হলে।
জানা গিয়েছে, দু’ জনই হিজাবপন্থী আন্দোলনের প্রথম সারির মুখ। প্রায় ৪০-৪৫ মিনিট ওই দুই পরীক্ষার্থী কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত নীরবে পরীক্ষাকেন্দ্র ত্যাগ করে ফিরে যান তাঁরা।
শুক্রবার কর্ণাটকে বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী বি সি নাগেশ সাফ জানিয়ে দিয়েছিলেন, কোনও পরীক্ষার্থী হিজাব পরে এলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। বহু মুসলিম পড়ুয়া হিজাব পরে পরীক্ষা দিতে যাওয়ার অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করলেও সরকার তাতে সাড়া দেয়নি।