উপাচার্য নিয়োগ মামলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

দেবজিৎ মুখার্জি: উপাচার্য নিয়োগ মামলায়, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে আলোচনায় সমস্যার সমাধান না হওয়ায়, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী জানান রাজ্যপাল আদালতের লিখিত নির্দেশ চেয়েছেন। এতে বিচারপতি দীপঙ্কর দত্ত ভর্ৎসনা করে বলেন, “আগের দিন সবার সামনে বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন আপনারা আলোচনা করে সমস্যা মেটান। তার পরও আপনাদের লিখিত নির্দেশ প্রয়োজন? তার মানে পর্যবেক্ষণের কোনও গুরুত্ব নেই? তাহলে কি আমরা অর্ডার পাশ করব?”

    সোমবার রাজ্য, রাজ্যপাল ও ইউজিসির প্রতিনিধিদের একসঙ্গে বসে একটি তালিকা তৈরির কথা নির্দেশ দেয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। আগামী মাসের ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সেই দিনই আদালত ঠিক করবে, আদৌ কোনও কমিটি গঠন করা হবে কি না।