|
---|
শিলিগুড়ি: বিজেপির রাজ্য কমিটির দায়িত্ব পেয়ে নিজের বিধানসভা ক্ষেত্রে ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। দলের রাজ্য কমিটির দায়িত্ব পাওয়ার পর, কলকাতা থেকে শুক্রবার শিলিগুড়ি ফিরতেই দলের কর্মী ও সমর্থকেরা রাজ্য নেতাকে স্বাগত জানাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে হাজির হন। ট্রেন থেকে নামতেই শঙ্কর ঘোষকে খাদা ও ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানান দলের কর্মীরা।
এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ২২ জানুয়ারী পুর নির্বাচন প্রসঙ্গে, তৃণমূলের বিরুদ্ধে পুরোনো সুরেই কলকাতা পুর ভোট লুঠের অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ। অন্যদিকে, শিলিগুড়ি পুর নির্বাচনের জন্য দল পুরোপুরি তৈরী বলে এদিন দাবী করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপি রাজ্য নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি পুর নিগম নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বিজেপি পুরনিগম নিজেদের দখলে আনবেন বলে এদিন দাবী করেন তিনি। অন্যদিকে, প্রাক্তন দলের বিরুদ্ধে কটাক্ষ করে শঙ্কর ঘোষ জানান, বামপন্থীদের রাজ্যে বা কেন্দ্রে