জঞ্জাল অপসারণের ক্ষেত্রে আরো উন্নত পরিষেবা দিতে ১০ টি বগি সহ ট্রাক্টর চালু শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে

শিলিগুড়ি: শিলিগুড়ি পুর এলাকার নাগরিকদের জঞ্জাল অপসারণের ক্ষেত্রে আরো উন্নত পরিষেবা দিতে শিলিগুড়ি পুর নিগমের অর্থানুকূল্যে আরো ১০ টি বগি সহ ট্রাক্টর আজ থেকে চালু করা হলো আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে।এই ট্রাকটারের কারনে মানুষের আরো সুবিধা হবে জঞ্জাল ফেলতে।এই দশটি ট্রাকটার শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আবর্জনা পরিষ্কার করবে।

    গৌতম দেব আরো জানান এই ট্রাকটারের দশটা বগি থাকবার কারনে একবারে প্রচুর আবর্জনা বহন করে নিয়ে যাওয়া যাবে।এবং তা খুব তাড়াতাড়ি করে ফেলা সম্ভব হবে।গৌতম দেব আরো জানান আবর্জনা নিয়ে মানুষের অভিযোগ প্রচুর।দিনের পর দিন প্রচুর অভিযোগ জমা পড়ছে আমাদের কাছে,তাই আমারা সিদ্ধান্ত নিয়েছি যতটা দ্রুত হোক এই সমস্যার সমাধান করতে হবে।এতে শিলিগুড়ি শহরকে পরিষ্কার করে রাখা যাবে এবং মানুষের দুশ্চিন্তা দুর করা যাবে।

    এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার আরো দুজন আডমিনিষ্ট্রেটার মানিক দে এবং রামভজন মাহাতো।গৌতম দেব জানান খুব তাড়াতাড়ি এই ট্রাকটার তার কাজ করতে শুরু করবে।