জন্মাষ্টমীতে প্রতিমার মাটি তোলার কাজ সম্পন্ন কেশপুরে

নিজস্ব সংবাদদাতা: জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথির শুভ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঐতিহ্যবাহী গ্রাম ধলহারা গ্রামের ধলহারা সার্বজনীন দুর্গোৎসব, যা 74 তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আজকের এই পবিত্র দিনে এই ধলহারা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবং গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় প্রতিমা গড়ার জন্য প্রতিবছরের ন্যায় মাটি উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে মাটি তোলার কাজ সম্পন্ন হল।প্রায় ৭৫ বৎসর এর রীতি মেনে পাগলী মা এর ভিটের মাটি তোলার মধ্য দিয়ে ধলহারা সার্বজনীন দুর্গোৎসব এর শুভ সূচনা হলো বলে জানিয়েছেন সভাপতি যুগল চন্দ্র অধিকারী। এদিন সম্পাদক তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চক্রবর্তী সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।