“WHO র মানচিত্রে জম্মু-কাশ্মীর চীন ও পাকিস্তানের অংশ”: ভেঙ্কাইয়া নাইডুকে প্রশ্ন ক্ষুব্ধ তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেনের

নতুন গতি নিউজ ডেস্ক: WHO-র মানচিত্রে জম্মু-কাশ্মীরকে চীন ও পাকিস্তানের অংশ দেখে রাজ্য সভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেন।

    তিনি জানান তিনি যখন WHO-র মানচিত্র দেখছিলেন সেই সময় বিষয়টি তাঁর নজরে আসে। হু-র ওয়েবসাইটে তিনি গোটা বিশ্বের কোভিড পরিস্থিতি অনুসন্ধান করছিলেন। সে সময় তিনি দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত মানচিত্রে জম্মু-কাশ্মীরকে চিন ও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। জম্মু-কাশ্মীরকে সম্পূর্ণ আলাদা রঙে চিত্রিত করা হয়েছে। শুধু তাই নয়, সেই নির্দিষ্ট অংশে ক্লিক করলে পাকিস্তান ও চিনের করোনা সংক্রান্ত তথ্য উঠে আসছে। এমনকী, পাকিস্তান সীমান্ত সংলগ্ন জম্মু -কাশ্মীরের বেশিরভাগ এলাকাকে সাদা রঙে তুলে ধরা হয়েছে।

    পাশাপাশি চিন সীমান্ত সংলগ্ন একটি অংশকেও আলাদা রং করা হয়েছে। একই রকমভাবে দেখানো হয়েছে অরুণাচল প্রদেশকেও। বিষয়টি বিস্তারিত জানিয়ে ডাঃ শান্তনু সেন সরাসরি বলেন “কেন্দ্রীয় সরকার বিষয়টি হালকাভাবে নিচ্ছে। কিন্তু এটা আদৌ ঠিক নয়। সরকারের বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল। আরও সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু সরকার সেটা না করায় এটা স্পষ্ট যে, মোদি সরকার দেশের সুরক্ষাকে অবহেলা করছে।”

    মোদি সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন “এই সরকার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকের ফোনে আড়ি পাততে ব্যস্ত। সে জন্য সরকার পেগাসাস কিনছে। কিন্ত দেশের সার্বভৌমত্ব নিয়ে মোদি সরকারের কোনও মাথাব্যথা নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। সীমান্তবর্তী রাজ্যগুলি সম্পর্কে মোদি সরকারের আরও সচেতন হওয়া উচিত।”