|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে সিপিএম এবং কংগ্রেস আলাদা আলাদা করেই লড়াই করবে।আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়ে দিলেন অশোক ভট্টাচার্য্য।তিনি জানালেন কোথাও কোথাও এমন কথা উঠছে যে হয়ত নির্বাচনগুলিতে আমরা এবং কংগ্রেস একসাথে লড়াই করবো কিন্তুু আমাদের মধ্যে এইরকম কোন কথাই হয় নি।আমরা যেভাবে লড়ছি সেভাবেই লড়বো।কারন আমাদের মধ্যে মতের প্রচুর পার্থক্য আছে।শিলিগুড়িতে সিপিএম একই ক্ষমতায় আসবে,মানুষ চাইছে আমাদের,তাই আমাদের কাউকে কোন দরকার নেই।
অশোক ভট্টাচার্য্য আরো জানালেন তৃণমূল এবং বিজেপীকে মানুষ চিনতে পেরে গেছে তাই শিলিগুড়ি আবার বামফ্রন্টেরই হবে মিলিয়ে নেবেন।আমাদের চিন্তা এবং আদর্শ সবার চেয়ে আলাদা,তাই ক্ষমতায় আসতে আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই।অশোক ভট্টাচার্য্য আরো জানালেন শিলিগুড়ির সবজায়গাতেই মানুষের সাড়া আমরা পাচ্ছি তাই কি ফলাফল হবে আমি আগেই জানতে পেরেছি।