শিলিগুড়িতে বৃষ্টির প্রভাব পড়লো পুজোর বাজারে, চাপে বিক্রেতারা

শিলিগুড়ি: প্রচণ্ড ঠান্ডায় কাপছে শিলিগুড়ি।আজ সকাল থেকেই শিলিগুড়িতে শুরু হয় বৃষ্টি,সঙ্গে ঠান্ডা হাওয়া,আগামীকাল সরস্বতী পূজো,সেকারনেই বাজারে ভীড় হবে অনেকেই আশা করেছিলেন কিন্তুু বৃষ্টির কারনে সকাল থেকে সবকিছু ওলটপালট হয়ে যায়।প্রচন্ড বৃষ্টির কারনে শিলিগুড়িতে আজ রাস্তায় লোক প্রায় ছিলো না বললেই চলে।

    বৃষ্টির কারনে পূজার বাজার অনেকটাই নষ্ট হয়ে গেল বলে মনে করছেন বিক্রেতারা।বৃষ্টির কারনে পূজোর মুর্তিও বিক্রি অনেকটাই কমতে পারে বলে মনে করছেন বিক্রেতারা।যদিও ইষ্কুলগুলির বাজার হয়ে গেছে অনেকটাই,তবে ঠাণ্ডার কারনে অনেকেই কম বাজেটে পূজো করতে পারেন বলে মনে করছেন অনেকেই।

    বৃষ্টির কারনে এবারে জলপাইগুড়িতেও পূজোর বাজার অনেকটাই ম্রিয়মান।করোনার পরে মুখ্যমন্ত্রী ইষ্কুল খোলার কথা ঘোষনা করলেও বৃষ্টির জন্য সরস্বতী পূজোর আমেজ অনেকটাই মাটি হয়ে গেল বলছেন প্রবীন স্থানীয় শিলিগুড়ির কিছু মানুষ।ঠান্ডা বেড়েছে দার্জিলিং এবং সিকিমেও আজ সকাল থেকেই দার্জিলিং এ বরফ পড়ায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যায়।ঠান্ডায় একেবারেই জুবুথুবু অবস্থা সিকিমেও গ্যাংটকের তাপমাত্রা আজ সকালে এক ডিগ্রীতে চলে যায়।ঠান্ডার কবলে গোটা উত্তরবঙ্গ,আবহওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে আগামী কদিন বৃষ্টি না থাকলেও থাকবে ঠাণ্ডার প্রভাব।